অ্যাপলকে ‘একাধিপত্যবাদী’ বললো এপিক গেমস

৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪০  
অ্যাপলকে ‘একাধিপত্যবাদী’ আখ্যা দিয়ে ফোর্টনাইট নির্মাতার বিরুদ্ধে অ্যাপলের “প্রতিশোধ” থামাতে আদালতকে অনুরোধ জানিয়েছে এপিক গেমস। আদালতে প্রাথমিক নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে ফিরতে চাইছে অ্যাপল প্ল্যাটফর্মে। প্রাথমিক নিষেধাজ্ঞার কারণে এপিক গেমসের ‘অপূরণীয় ক্ষতি হতে পারে’ উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে, অন্য কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রবেশ করতে না দিয়ে একাধিপত্যবাদী অ্যাপল নিজেদের একচেটিয়া প্রভাব বজায় রাখে। আদালত নথিতে শুক্রবারের  এসব বিষয়ে আলোচনা করেছে এপিক গেমস। প্রতিষ্ঠানটি বলেছে, “অ্যাপলের একাধিপত্যে চ্যালেঞ্জ জানাতে চায় এমন অন্য কোনো ডেভেলপারের জন্য এটি পরিষ্কার একটি সতর্কবার্তা: হয় আমাদের নিয়ম অনুসরণ করুন, না হয় শত কোটি আইওএস গ্রাহকের কাছ থেকে আপনাকে আলাদা করে ফেলা হবে – আমাদেরকে চ্যালেঞ্জ জানালে আপনার ব্যবসা আমরা ধ্বংস করে দেবো।” গত সপ্তাহে এপিক গেমসের অ্যাকাউন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয় অ্যাপল। তবে এর ফলে এপিক গেমসের সফটওয়্যার টুল ‘আনরিয়েল ইঞ্জিনে’ কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছিলো প্রতিষ্ঠানটি। বলা হয়েছিলো, শুধু ফোর্টনাইট বা অন্য কোনো এপিক টাইটেল অ্যাপলের অ্যাপ স্টোর থেকে নামাতে পারবেন না আইফোন ব্যবহারকারীরা।